January 15, 2025, 2:56 pm
শ্যামনগর উপজেলায় সমুদ্রে নিষিদ্ধ কালীন সময়ে মৎস্য আহরনে বিরত থাকা জেলেদের জন্য মানবিক সহায়তা বিশেষ ভিজিএফ (চাল) বিতরণে প্রকৃত কার্ডধারী জেলেদের তালিকা প্রণয়নে উপজেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগণ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতিসহ বিভিন্ন মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন এর সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মো. সাইদ-উজ-জামান সাইদ, থানা পুলিশ পরিদর্শক সানোয়ার হুসাইন মাসুম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাহিনুল ইসলাম, ওসিসি কর্মকর্তা প্রনাব বিশ্বাস, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম কামরুজ্জামান, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আশরাফ, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগ উপজেলা সভাপতি মোহিত কুমার মন্ডল, জাতীয় মৎস্যজীবী সমিতির উপজেলা সভাপতি মো. মনসুর আলম, বারসিকের গাজী আল ইমরান মধুজিত রপ্তানসহ মৎস্যজীবী সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায়, সরকারের পরিপত্র অনুযায়ী সমুদ্রে মৎস্য আহরনে বিরত থাকা জেলেদের মানবিক সহায়তা বিশেষ ভিজিএফ (চাল) বিতরণে প্রকৃত কার্ডধারী জেলেদের তালিকা প্রণয়নের জন্য স্ব স্ব ইউপি চেয়ারম্যানদেরকে মৎস্যজীবী সংগঠনের প্রতিনিধি সহ টাস্কফোর্স কমিটির সদস্যদের স্বাক্ষরিত তালিকা রেজুলেশন করে আগামী ৫ আগস্ট এর মধ্যে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরে জমা দেওয়ার জন্য বলা হয়।
Comments are closed.