March 13, 2025, 5:03 pm
সুন্দরবনের উলুখালি নামক স্থান থেকে শনিবার সকাল ১১ টায় লাশ উদ্ধার করে উদ্ধারকারী দল। শ্যামনগরে কৈখালী বিজিবি ক্যাম্পের সামনে কালিন্দি নদীতে। গত বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে কৈখালী গ্রামের কুদ্দুস (৪৫) নামে এক জেলে নদীতে মাছ ধরার সময় টর্নেডোয় আঘাতে নিখোঁজ হয়। নিখোঁজ জেলের মৃতদেহ শুক্রবার সকালে ভারতের অংশে দৃশ্যমান হওয়ার পরে জোয়ারের আগে লাশটা উদ্ধার করতে না পারায় ভেসে চলে যায়। শনিবার ১১ টার সময় সুন্দরবনের ভিতর উলুখালি নামক স্থান থেকে উদ্ধার করে অভিযানিক দল। কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বলেন, টর্নেডোর আঘাতে মাছ ধরার সময় নিখোঁজ হয় কুদ্দুস আলী। ২দিন পরে সুন্দরবনের ভিতর থেকে তার লাশ উদ্ধার করা হয়
Comments are closed.