December 22, 2024, 6:21 am
শ্যামনগর প্রতিনিধি: আজকের শিশু আগামীর ভবিষ্যৎ, শিক্ষা ছাড়া দেশ ও জাতির উন্নয়ন সম্ভব না। সুশিক্ষিত জাতি দেশ উন্নয়নের চাবি কাঠি। শিক্ষার গুরুত্ব অনুধাবন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করেছিলেন। বর্তমান শেখ হাসিনার সরকার প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দিয়েছেন। বুধবার সকাল ১০ টায় উপজেলা সদরের নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যারয়ে বায়োমেট্রিক এ্যাসেসটিপ হাজিরা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণকালে প্রধান অতিথির বক্তেব্যে একথা বলেন, সাতক্ষীরা-০৪ আসনের এমপি এসএম জগলুল হায়দার। শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন ও শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজামান। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিল। অনুষ্ঠানে ১০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে হুইল চেয়ার বিতরণ করেন এমপি জগলুল হায়দার। অনুষ্ঠানে শ্যামনগর উপজেলার প্রাথমিক বিদ্যালয় গুলোতে শিক্ষার মান উন্নয়নে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামানের ভূমিকাকে প্রশংসা করেন অতিথিবৃন্দ।
Comments are closed.