শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে মুর্শিদ আলম নামের (১৬) এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার হরিনগর গ্রামের বানারীপাড়ার ফজের আলী গাইনের ছেলে। মুন্সিগঞ্জ ডিগ্রি কলেজের একাদশ শ্রেনীতে পড়–য়া মুর্শিদ রোববার বেলা দুইটার দিকে বাড়ির পাশর্^বর্তী আইবুড়ি খালে জাল পাতার সময় বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই মারা যান। নিহতের চাচাত ভাই আবু হানিফ জানান, কলেজ থেকে বাড়িতে ফিরে বাড়ির পাশের আইবুড়ি খালে জাল পাততে যান মুর্শিদ। দুই ভায়ের মধ্যে সে বড় ছিল এবং তার পিতা কাজের জন্য ভারতে অবস্থান করছে বলে জানান নিহত মুর্শিদের পরিবারের ঐ সদস্য। এদিকে মুর্শিদের এমন মর্মান্তিক মৃত্যুর খবরে তার সহপাঠীসহ স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।