January 15, 2025, 8:21 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
শ্যামনগরে বেড়ীবাঁধের কাজে ব্যবহার হচ্ছে ভেকুকল কর্তন হচ্ছে নদী চরের হাজার হাজার গাছ

শ্যামনগরে বেড়ীবাঁধের কাজে ব্যবহার হচ্ছে ভেকুকল কর্তন হচ্ছে নদী চরের হাজার হাজার গাছ

কালিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন কৈখালী ইউনিয়নের কাটামারী বেড়ীবাঁধ সংস্কার কাজে ব্যবহার হচ্ছে ভেকুকল। নষ্ট হচ্ছে হাজার হাজার বড় ও চারা গাছ। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। তথ্য ও অনুসন্ধানে জানা গেছে কৈখালী ইউনিয়নের কাটামারী বেড়ীবাঁধ সংস্কার কাজে ব্যাপক অনিয়ম হচ্ছে। ঘটনাস্থলে এসে দেখা গেলো বেড়ীবাঁধ শ্লোবের গোড়ার মাটি কেটে রাস্তার উপরে দিয়ে যাচ্ছে ।

তাহলে কয়দিন বা থাকবে বেড়ীবাঁধ। বৃষ্টি শুরু হলে নেমে যাবে বেড়ীবাঁধ নষ্ট হবে লক্ষ লক্ষ টাকা এলাকাবাসীর কাছে ঠিকাদারের নাম জানতে চাইলে বলেন, আমরা ঠিকাদারকে চিনিনা এখানে কাজের দায়িত্বে আছে ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সোমশের আলী তারা আরোও বলেন, রাস্তার গোড়া থেকে মাটি নিয়ে রাস্তার উপরে দিলে কয়েক দিন বা থাকবে। তাদের কাছে গাছ কর্তনের বিষয় জানতে চাইলে বলেন, ভেকুর সামনে ছোট বড় গাছ পড়লে সেটা কর্তন করে ফেলছে এবং নদীর চরে অনেক ছোট-বড় বিভিন্ন প্রজাতির গাছ কর্তন করে মাটির ভিতরে চাপা দিচ্ছে। একজন জনপ্রতিনিধির প্রভাব খাটিয়ে হাজার হাজার গাছ কর্তন করে বেড়ীবাঁধ সংস্কার কাজ অব্যহত রেখেছে। এবিষয়ে ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সোমশের আলীর সাথে কথা হলে বলেন আমি কাজের ধারে যেয়ে কোন গাছ কাটা দেখিনি আমি তোমার সাথে পরে কথা বলবো।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com