January 3, 2025, 3:26 am
শ্যামনগরে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে। গাছ লাগান পরিবেশ চান এই স্লোগান কে সামনে নিয়ে একটি মডেল ডিজিটাল সবুজ স্বনির্ভর ইউনিয়ন গড়ার লক্ষ্যে। শনিবার সকাল দশটায় শ্যামনগর উপজেলা বুড়িগোয়ালিনী ইউনিয়নের মাসুদ মোড় থেকে পোড়াকাটলা দীপায়ন মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত ৬ কিঃমিঃ রাস্তার দু’ধারে সামাজিক বন বিভাগ এর সহযোগিতায় ৬ হাজার লবণ সহিষ্ণু অর্জুন, তেতুল, কদম, কদবেল, শিশু, নিম, বাবলা গাছ সহ বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়।এ সময় উপস্থিত থেকে গাছ রোপণ উদ্বোধন করেন ৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল , শ্যামনগর উপজেলা সামাজিক বন বিভাগের কর্মকর্তা আওছাফুর রহমান, পি এম পিরামিন ইসহাক , বনায়ন সমিতির সভাপতি মাখন আউলিয়া, সাংবাদিক জাহাঙ্গীর আলম, আব্দুল্লাহ আল মামুন, মইনুল ইসলাম সহ বন বিভাগের কর্মকর্তা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
Comments are closed.