January 15, 2025, 6:12 am
”উদ্ভাবনীমূলক কৃষিজ উদ্যোগ” এর আওতায় কোরাল/ ভেটকি মাছ চাষের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক স্থানীয় পাইকার তৈরী ও বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে ও সহযোগিতায় নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) এর বাস্তবায়নে মঙ্গলবার সকাল ১০টায় নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন এর প্রধান কর্যালয় কনফারেন্স রুমে স্থানীয় পাইকার তৈরী ও বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ কর্মশালায় নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক লুৎফর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার পরিচালক (এমএফ) আলমগীর কবির। এ সময় প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা মেরিন ফিশারিজ অফিসার তরিকুল ইসলাম। অন্যন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন টেকনিক্যাল অফিসার (মৎস্য) আমিনুর রহমান, টেকনিক্যাল অফিসার (কৃষি) সামিউল আলিম, সহকারি টেকনিক্যাল অফিসার (মৎস্য) নিয়াজ মাকদুম, সহকারি টেকনিক্যাল অফিসার (কৃষি) আবু হেনা মোস্তফা কামাল, সাংবাদিক ডিএম আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ভেটকি চাষ প্রকল্পের ফোকাল পারসন ও প্রস্পারিটি প্রকল্পের সমন্বয়ক আব্দুল হামিদ।
Comments are closed.