December 21, 2024, 12:24 pm
জাতীয় শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টু আর নেই। শুক্রবার ভোর রাত ৪টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টুর মৃত্যুতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শ্রমিক লীগ সভাপতির জানাজা বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তাকে রায়েরবাজার মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত কবরস্থানে দাফন করা হবে।
Comments are closed.