January 15, 2025, 5:05 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
সংবাদ সম্মেলনে জমি দখলের অভিযোগ: কলারোয়ার পলির স্বামী বৃত্তান্ত জানতে চায় মানুষ

সংবাদ সম্মেলনে জমি দখলের অভিযোগ: কলারোয়ার পলির স্বামী বৃত্তান্ত জানতে চায় মানুষ

 ডেস্ক: আমার ভ্রাতা আবুল হোসেন খান মন্টুর সাথে আমার জমি নিয়ে বিরোধ চলে আসছে। এই বিরোধের জেরে তার ছেলে নাজমুল খান, কচি খান, আবুল কাসেম খান রন্টুর মেয়ে সাবিনা ইয়াসমিন পলি ও পলির পুত্র অন্তু খান আমার বসত বাড়ি দখলে নেওয়ার পাঁয়তারা করছে। গত ১৫ জুলাই তারা লোকলস্কর নিয়ে হামলা করে আমার গাছপালা কেটে ফেলেছে।রোববার সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন কলারোয়া উপজেলার আলাইপুর গ্রামের আবুল হাসান পিন্টু। এ সময় তার সাথে ছিলেন তার পরিবার ও গ্রামের অনেক লোক। তারা বলেন রন্টুর মেয়ে পলি নিজ বাড়িতে অসামাজিক কাজের কারখানা গড়ে তুলেছে। গ্রামের মানুষ তার স্বামী বৃত্তান্ত জানতে চায় বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। আর এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে পলি।সংবাদ সম্মেলনে আবুল হাসান পিন্টু বলেন ১৫ জুলাই পলির হুকুমে তার চাচাতো ভাই কাম স্বামী নাজমুল খানসহ কয়েক ব্যক্তি কুড়াল রাম দা, লোহার রড নিয়ে হামলা চালিয়ে চারটি আমগাছ, একটি শিশু গাছ, একটি লেবু গাছ কেটে ফেলে। সাবিনা ইয়াসমিন পলি সেখানে সন্ত্রাসীর ভূমিকা পালন করে। এ সময় বাধা দেওয়ার সাহস করেনি কেউ। এখন পলি আমাদের মিথ্যা মামলায় জড়িয়ে দেবে বলে হুমকি দিচ্ছে।মন্টুর পুত্র নাজমুল একজন চরিত্রহীন ব্যক্তি উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয় তার বিরুদ্ধে তালা থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে। গত বছর সে নাশকতার মামলায় জেলও খাটে। এই নাজমুল খুলনায় একজন নারী পুলিশের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে তার সাথে প্রতারণা করায় ওই নারী পুলিশ তার বাড়িতে এসে ধরনা দেন। কিন্তু নাজমুল তার সাথে প্রতারণা করেই যাচ্ছে। সংবাদ সম্মেলনে তিনি বলেন এখন নাজমুল তার চাচাতো বোন ৪৫ বছর বয়সের সাবিনা ইয়াসমিন পলিকে নিজের স্ত্রী পরিচয় দেয়। নাজমুল খান চলে গেলে তার শুন্য স্থান পূরণ করে নাজমুলের ভাই কচি খান। কিছুদিনের জন্য কচি হয়ে যায় পলির স্বামী। এ ছাড়া তার সাবেক স্বামী মামুনও মাঝে মাঝে আসে। সংবাদ সম্মেলনে বলা হয় গ্রামের লোকজন জানতে চায় পলির স্বামী বৃত্তান্ত। পলি এলাকার সামাজিক পরিবেশ নষ্ট করছে। তার ইশারায় উঠতি বয়সের ছেলেরা তার পিছু নিচ্ছে। এই সুযোগে অনেকের সাথে ঘনিষ্ঠ হয়ে পড়ছে পলি। এতে যুবক ও কিশোররা বিপথে যাচ্ছে। তারা গোল্লায় যাচ্ছে। গ্রামবাসী এর প্রতিকার দাবি করেছেন। সংবাদ সম্মেলনে নাজমুল খান, পলি ও তাদের সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত এএসপি আবদুল মান্নান, মো. আকতার খান, মো. নুরুল আমিন, মোশতাক খান, একরামুল হক, টুটুল খান, আজিম খান, অপু খান, মিজানুর রহমান, ইয়ান খান, রবি খান, বাবু খান, আরিফ খান প্রমূখ গ্রামবাসী।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com