স্বাপন দাশ: সাতক্ষীরা সদর থানা পুলিশ সোমবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে এক চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী আটক করেছে। ধৃত যুবকের নাম মোঃ শামীম রেজা (২৩)। সে সদর উপজেলার ধুলিহর সানাপাড়া গ্রামের মোহাম্মদ আলী মন্ডলের পুত্র।জানা যায়, সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ অভিযান চলাকালে গত ১৭/০৪/১৯ তারিখে সাতক্ষীরা মেডিকেল কলেজ এলাকায় ভোমরার লক্ষীদাড়ি গ্রামের মোঃ শফিকুল ইসলাম গাজীর পুত্র মোঃ সুমন গাজী (২২) ও শামীম রেজা (২৩) ইয়াবা কেনা-বেচা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর কর্মকর্তারা সেখানে তাদেরকে চ্যালেঞ্জ করে অভিযান চালায়। ঘটনাস্থল থেকে শামীম রেজা কৌশলে পালিয়ে গেলেও সুমন গাজীকে আটকের পর দেহ তল্লাশি চালিয়ে ২২ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। এ ঘটনায় সাতক্ষীরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ সনের ৩৬ (১) টেবিলের ১০(ক)/৪০ ধারায় একটি মামলা হয়। মামলা নং-৩৭, তারিখ-১৭/০৪/২০১৯ ইং।মামলাটি দীর্ঘ তদন্ত শেষে জেলা গোয়েন্দা শাখার এস,আই মোঃ হাফিজুর রহমান আদালতে চার্জশীট দাখিল করে। যার অভিযোগ পত্র নং-৩৭৪, তারিখ-৩০/০৬/২০১৯ ইং।এই মামলাটি হওয়ার পর থেকেই ইয়াবা ব্যবসায়ী শামীম রেজা আত্মগোপনে ছিল। সম্প্রতি মাদকের এই মামলায় আদালতে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী হলে পুলিশ তাকে খুঁজতে থাকে। সদর থানা পুলিশের একটি দল সোমবার দিবাগত গভীর রাতে শিয়ালডাঙ্গা এলাকায় শামীর রেজার আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।মঙ্গলবার (২২ অক্টোবর) তাকে আদালতে হাজির করলে শামীম রেজার আইনজীবি জামিন প্রার্থনা করে। এ সময় আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেয়।