নিজস্ব প্রতিনিধি: সদর উপজেলার মাধবকাটি বাজারে ‘প্রাইড ফাউন্ডেশন’র চেয়ারম্যান মোহাম্মাদ রফিকুজ্জামান এবং সিইও মোহাম্মাদ শফিকুজ্জামানের পিতা সমাজসেবক মতিয়ার রহমানের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে মাধবকাটি বাজারস্থ প্রাইড ফাউন্ডেশনের নিজস্ব ভবনে এ দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জি. আব্দুল হামিদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা মাহমুদুল হাসান, মো. ইউসুফ আলী, মাওলানা নাসির উদ্দীন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রোকনুজ্জামান, হুমাউন কবির লিটু, হাসানুর জামান ডাবলু, প্রভাষক আমজাদ হোসেন, শরিফুজ্জামান ময়না প্রমুখ।মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল বারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. আনোয়ারুল ইসলাম। উল্লেখ্য, সমাজসেবক মতিয়ার রহমান গত শুক্রবার আমেরিকার একটি হাসপাতালে বাংলাদেশ সময় বিকাল ৫টা ৩৯ মিনিটে তিনি শেষ নি:শ^াস ত্যাগ করেন।