November 21, 2024, 9:04 am
নিজস্ব প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও নৌকা প্রতিক বিজয়ের লক্ষে নৌকা প্রতিকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আগামী জাতীয় নির্বাচনে সাতক্ষীরা-০২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ। ১১ অক্টোবর বুধবার বিকাল সাড়ে ৫ টায় সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডের বকচরা বাইপাস সড়ক মোড়ে সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র সম্বলিত লিফলেট বিতরণের মাধ্যমে নৌকা প্রতিকে ভোট চেয়ে গণসংযোগ করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ।
এসময় তিনি বকচরা বাইপাস সড়ক মোড়ে বন্ধু মটরস, হোটেল চেন্নাই, ভাই ভাই স্টোর সহ বিভিন্ন চায়ের দোকানে এবং পথচারীদের হাতে শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র সম্বলিত লিফলেট বিতরণ করেন। গণ সংযোগকালে মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়নে মানুষের আর্থ-সামাজিক উন্নতি হয়েছে।
আওয়ামী লীগ সরকার দেশে পদ্মা সেতু নির্মাণ, মোবাইল ও ইন্টারনেট সেবা বৃদ্ধি, বঙ্গবন্ধু সৗাটেলাইট স্থাপন, ফ্লাইওভার নির্মাণ, মেট্রোরেল স্থাপন, রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, কর্ণফুলী ট্যানেল নির্মাণ, মুক্তিযোদ্ধা ও মাতৃত্বকালীন ভাতা প্রদান, জনশক্তি বৃদ্ধিকরণ, প্রতিটি জেলায় পাসপোর্ট অফিস নির্মাণ, নারীর অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষতায়ন, ঢাকা-কলকাতা ট্রেণ সার্ভিস চালুকরণ, শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অত্যাধুনিক তৃতীয় টার্মিনাল নির্মান সারা দেশে মডেল মসজিদ, মন্দির নির্মাণ সারাদেশে রাস্তা-ঘাট ব্রিজ কালভার্টের উন্নয়ন করেছেন। এসব উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১,২,৩ ও ৪ আসনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতিকে যাকেই মনোনয়ন দিবেন তাকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। গণসংযোগকালে উপস্থিত ছিলেন আওয়ামী লগি নেতা আব্দুস সালাম, সাবেক ছাত্রনেতা জেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা প্রবাহ পত্রিকার সম্পাদক সৈয়দ হাসান ইমাম, লিয়াকত মালি, সাংবাদিক মেহেদীআলী সুজয়, হৃদয়সহ স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
Comments are closed.