November 21, 2024, 6:26 am
খুলনা প্রেসক্লাবের আয়োজনে রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এক জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক। সভা পরিচালনা করেন ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল।
মতবিনিময়কালে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বৈষম্যমুক্ত খুলনা প্রেসক্লাব প্রকৃত পেশাদার সাংবাদিকদের দ্বিতীয় আবাসস্থল হোক। সরাসরি রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে খুলনা প্রেসক্লাবকে খুলনা তথা দেশের জাতীয় সম্পদ হিসেবে পুনর্নিমাণ করে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।
খুলনার সাংবাদিক ও গণমাধ্যম অঙ্গনে গৌরবোজ্জ্বল অতীত উল্লেখ করে তারা বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে বাংলাদেশে যে স্বাধীনতার সুচনা হয়েছে পেশাদার সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে সর্বস্তরে সংস্কার করতে হবে। খুলনা প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে সকলে সম্মিলিত সহযোগিতার আশ্বাস দিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ। অপেশাদারদের রাহুগ্রাস থেকে মুক্ত করে খুলনা প্রেসক্লাবকে সার্বজনীন রূপ দিতে ঐক্যমত পোষন করেছেন সাংবাদিক নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, ক্লাবের অর্ন্তবর্তীকালীন কমিটির সদস্য ও ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ দিদারুল আলম, ক্লাবের স্থায়ী সদস্য মো. জাহিদুল ইসলাম, মো. মোজাম্মেল হক হাওলাদার, এইচ এম আলাউদ্দিন, কাজী শামীম আহমেদ, শেখ আব্দুল্লাহ, শেখ কামরুল আহসান, মো. মাকসুদুর রহমান (মাকসুদ), শেখ শামসুদ্দীন দোহা, মো. এরশাদ আলী, মো. রশিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক রানা, এহতেশামুল হক শাওন, মো. আসাফুর রহমান কাজল ও মো. বেল্লাল হোসেন সজল, সাংবাদিক মো. মোসলেহউদ্দিন, এম রোমানিয়া প্রমুখ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালী কমিটির সদস্য মো. মিজানুর রহমান মিলটন, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূরসহ ক্লাবের স্থায়ী ও অস্থায়ী সদস্যসহ খুলনায় কর্মরত বিভিন্ন পত্রিকা ও গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ। এছাড়া সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সভাপতি, দৈনিক সংগ্রাম-এর বিশেষ প্রতিনিধি ও চীফ রিপোর্টার রুহুল আমিন গাজীর আশু সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খুলনা প্রেসক্লাবের সদস্য ও বিএফইউজে’র সাবেক নির্বাহী কমিটির সদস্য এইচ এম আলাউদ্দিন।
উল্লেখ্য, সাংবাদিক নেতা রুহুল আমিন বর্তমানে রাজধানীর ঢাকার বিআরবি হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
Comments are closed.