January 15, 2025, 2:02 pm
শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের জন্য ২৮০ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ দল। জবাব দিতে নেমে শুরুতে ফিরে যান দুই ওপেনার তানজিদ তামিম ও লিটন দাস। পরে দলকে টানছেন নাজমুল শান্ত ও সাকিব আল হাসান। বাংলাদেশ ২১ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩৩ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা নাজমুল শান্ত ৫৭ রান করেছেন। সাকিব খেলছেন ৩৭ রানে।
এর আগে তানজিদ তামিম দুই চারের শটে ৯ রান করে আউট হয়েছেন। লিটন দাস ২৩ রান করে বোল্ড হয়েছেন। শ্রীলঙ্কার হয়ে ১০৫ বলে ১০৮ রানের ইনিংস খেলেন চারিথা আশালঙ্কা। তিনি পাঁচটি ছক্কা ও ছয়টি চারের শট খেলেন। এছাড়া পাথুন নিশাঙ্কা ও সাদিরা সামারাবিক্রমার ব্যাট থেকে আসে ৪১ করে রান। ধনাঞ্জয়া ডি সিলভা ৩৪ ও মহেশ থিকসানা ২২ রানের ইনিংস খেলেন।
বাংলাদেশ দলের হয়ে সাকিব ও শরিফুল দুটি করে উইকেট নিয়েছেন। তানজিম হাসান সাকিব ১০ ওভারে ৮০ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।
Comments are closed.