September 7, 2024, 11:23 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
সাতক্ষীরায় অবৈধ পলিথিন তৈরির দু’টি ফ্যাক্টরি সিলগালা, দুই জনের কারাদন্ড

সাতক্ষীরায় অবৈধ পলিথিন তৈরির দু’টি ফ্যাক্টরি সিলগালা, দুই জনের কারাদন্ড

সাতক্ষীরায় টাস্কর্ফোসের অভিযানে ২টি ফ্যাক্টরী তল্লাশি চালিয়ে নিষিদ্ধ ঘোষিত পলিথিন তৈরির কাঁচামাল হিসেবে পিপি প্যাকেট ১৪ বস্তা, পিপি দানা প্যাকেট ১২৮ বস্তা জব্দ করাসহ ২টি পলিথিন তৈরির মেশিনসহ ফ্যাক্টরি সিলগালা করা হয়েছে। রোববার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সাতক্ষীরা শহরের অদূরে বিনেরপোতা এলাকায় দু’টি পলিথিন ফ্যাক্টরিতে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ফ্যাক্টরি মালিকের একজনকে ১৫ দিনের এবং অপর একজনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। কারাদন্ডপ্রাপ্ত হলেন, বাগেরহাট সদর থানার কুলিয়াদাড় এলাকার মোঃ গাউস হোসেনের ছেলে মোঃ ফজলুর রহমান ও সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা গ্রামের মৃত আক্তার আলী সরদারের ছেলে মোঃ অব্দুর রাজ্জাক।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকায় কিছু অসাধু ব্যক্তি দু’টি পলিথিন ফ্যাক্টরিতে অবৈধভাবে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, প্রক্রিয়াকরণ ও বাজারজাত করে আসছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিজিবি, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে একটি টাস্কর্ফোসের সদস্যরা রোববার সন্ধ্যা ৬টার দিকে সেখানে অভিযান চালায়। এসময় সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত টানা তিন ঘন্টা অভিযান পরিচালনা করে উক্ত দু’টি ফ্যাক্টরি হতে নিষিদ্ধ ঘোষিত পলিথিন তৈরীর কাঁচামাল হিসেবে পিপি প্যাকেট ১৪ বস্তা, পিপি দানা প্যাকেট ১২৮ বস্তা জব্দ করা হয়।

অভিযান পরিচালনাকালে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ সংশোধিত ২০১০ এর ৬(ক) লঙ্ঘন করায় ধারা ১৫ (১) মোতাবেক যথাক্রমে মোঃ ফজলুর রহমানকে ১৫ দিন এবং আব্দুর রাজ্জাককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এসময় ২টি পলিথিন তৈরির মেশিনসহ কারখানা সিল্ডগালা করা হয়। দন্ডিত ব্যক্তিদের সাতক্ষীরা জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত মালামালের মূল্য পনের লাখ উনচল্লিশ হাজার টাকা।

টাস্কফোর্সের অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন, বিজিবি’র পক্ষে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর উপ-অধিনায়ক মেজর মাহমুদুল হাসান, সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম এর সাথে ১৫ জন বিজিবি সদস্য উপস্থিত ছিলেন। সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দন্ডিত ব্যক্তিদেরর সাতক্ষীরা জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত মালামালের মূল্য আনুমানিক পনের লাখ উনচল্লিশ হাজার টাকা।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com