November 21, 2024, 8:43 am
সাতক্ষীরায় আকস্মিক ঝড়ে আটতলা ভবনের শো গ্লাস ভেঙে পড়ে তিন ব্যবসায়ী মারাত্মক আহত হয়েছেন। সোমবার (১৫ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সাতক্ষীরা শহরের শহিদ নাজমুল সরণির আহছানিয়া মিশন কমপ্লেক্স ভবনের পাশের একটি আটতলা ভবন থেকে তার শো গ্লাস ভেঙে পড়ার এই ঘটনা ঘটে। আহতরা হলেন, সাতক্ষীরা কলারোয়া উপজেলার কয়লা গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম ও হোসেন আলী এবং সাতক্ষীরা শহরের ইজিবাইক চালক আবুল হোসেন। এদের মধ্যে রফিকুল ইসলাম ও হোসেন আলী প্রতিদিন ভবনটির সামনে রাস্তায় বসে খিরাই বিক্রি করেন। প্রত্যক্ষদর্শী নাজমুল হাসান বলেন, মাগরিবের নামাজ চলা অবস্থায় হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়। এসময় দমকা হাওয়ায় আহছানিয়া মিশন কমপ্লেক্স ভবনের পাশেরস জনৈক বলাই দে’র মালিকানাধীন আটতলা ভবনের শো গ্লাস ভেঙে পড়ে। এতে অনেকেই আহত হন। এর মধ্যে তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয় । আহতদের মধ্যে রফিকুল ইসলামের অবস্থা গুরুতর। তার মাথায় কাঁচ পড়ে গভীর ক্ষত হয়েছে। অন্যান্যদের অবস্থাও ভালো না।
Comments are closed.