November 21, 2024, 10:17 am
বিএসটিসি অনুমোদনসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সাতক্ষীরা শহরতলীর কাশেমপুরে দুটো সুপেয় পানি সরবরাহকারী প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করেন সহকারী কমিশনার নুসরাত জাহান অনন্যা। প্রতিষ্ঠান দুটি হলো, সাতক্ষীরা সদরের কাশেমপুরে কাজী সালাহউদ্দিনের মালিকানাধীন আহিল ড্রিংকিং ওয়াটার ও একই এলাকার আবু হাসান বাবলুর মালিকানাধীন সুরমা ড্রিংকিং ওয়াটার। সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুসরাত জাহান অনন্যা জানান, প্রতিষ্ঠান দুটো বিএসটিআইয়ের অনুমোদনসহ অন্যান্য কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়েছে। তাই তাদের প্রত্যেককে দশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
Comments are closed.