November 21, 2024, 9:02 am
স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় পুলিশ মেমোরিয়াল ডে-২০২৪ উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কর্তব্যের তরে, করে গেল যারা আত্মবলিদান প্রতিদানে স্মরি, রাখিব ধরি, তোমাদের সম্মান এই শ্লোগানকে সামনে রেখে গতকাল সকাল সাড়ে ৮টায় পুলিশ লাইন্স ড্রিলসেডে জেলা পুলিশের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অফস) মো: আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ সাজ্জাদ হোসেন। এছাড়া জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা বৃন্দ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সর্বশেষে পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবার বর্গের হাতে নগদ অর্থ ও উপহার তুলে দেন। উল্লেখ্য পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে পুলিশ লাইন্স মাঠে অস্থায়ী স্মৃতিস্মম্ভে পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর নেতৃত্বে পুস্পস্তবক অর্পন করা হয়। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার (ইন সার্ভিস ট্রেনিং সেন্টার) বেলায়েত হোসেন সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। এছাড়া সিআইডি এবং র্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়। পুষ্পস্তবক অর্পন শেষে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের সম্মানে ১ মিনিট নিরবতা পালন এবং তাদের শান্তি কামনায় মোনাজাত করা হয়।
Comments are closed.