Hosan Imam: মহামান্য রাষ্ট্রপতির আদেশ ক্রমে ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জন নিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ-১ অধি শাখা ১৪জুলাই রবিবার ২০১৯ ইং তারিখে ৪৪.০০.০০০০.০৯৪.১৯.০০১.১৯.১১৭৪ নং স্মারকে স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের উপ সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিসিএস(পুলিশ) ক্যাডারের ১১কর্মকর্তাকে বদলি/ পদায়ন করা হয়েছে।সাতক্ষীরা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান বিপিএম সেবা বিপি নং-৭৫০৩১১৪৮৪৪ কে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। একই সাথে মেহেরপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) কে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার হিসেবে সাতক্ষীরায় বদলি করা হয়েছে।