January 14, 2025, 1:15 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
সাতক্ষীরার সাবেক এসপি সাজ্জাদুরের পুত্র পিস্তলের গুলিতে নিহত

সাতক্ষীরার সাবেক এসপি সাজ্জাদুরের পুত্র পিস্তলের গুলিতে নিহত

সাতক্ষীরা জেলার সাবেক পুলিশ সুপার ও বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা অপরাধ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমানের ছেলে গুলিতে নিহত হয়েছেন। বাবার লাইসেন্স করা পিস্তলের গুলিতে তিনি মারা যান বলে জানা গেছে।সোমবার সকাল ১০টার দিকে রাজধানীর আজিমপুরে সরকারি কোয়ার্টারের ৬৭ নম্বর ভবনে এই ঘটনা ঘটে। নিহতের নাম সাদিক। তিনি সিটি কলেজের এইচএসসির ২য় বর্ষের ছাত্র ছিলেন।লালবাগ থানার ডিউটি অফিসার এসআই মো. নাহিদ জানান, ‘আজ সকাল সাড়ে ৮টার দিকে আমরা খবর পেয়েছি। এরপর আমাদের থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে গেছেন। শুনতে পেয়েছি রমনা বিভাগের ডিসি স্যারের অস্ত্র দিয়ে তার ছেলে আত্মহত্যা করেছে। তার নাম সাদিক। সে সিটি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।’লালবাগের উপকমিশনার (ডিসি) মুনতাসির রনি বলেন, ‘সাদিক আত্মহত্যা করেছে বলে তথ্য পেয়েছি। তার মাথায় গুলি ছিল। আমরা লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com