January 15, 2025, 12:51 pm
Hasan Imam: সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে টেন্ডার জালিয়াতির মাধ্যমে ভুয়া মালামাল কেনাকাটা দেখিয়ে ১৬ কোটি ৬১ লাখ ৩১ হাজার ৮২৭ টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের হয়েছে। সকালে খুলনার দুদক অফিসে মামলাটি করেন দুদক প্রধান কার্যালয়ের উপ-সহকারি পরিচালক মোঃ জালাল উদ্দিন।মামলায় আসামি করা হয়েছে সাতক্ষীরার সাবেক সিভিল সার্জন ডাঃ তওহীদুর রহমান, স্টোর কিপার এ কে এম ফজলুল হক, হিসাব রক্ষক মোঃ আনোয়ার হোসেনসহ ৯ জনকে।মামলার বিবরণে বলা হয়েছে, পরস্পর যোগসাজসে ক্ষমতার অপব্যবহারপূর্বক অসৎ উদ্দেশ্য পরিকল্পিতভাবে সাতক্ষীরা সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যন্ত্রপাতি কোন ধরনের চাহিদাপত্র না থাকা সত্তেও জালজালিয়াতি ও প্রতারণার আশ্রয় নিয়ে টাকাগুলো আত্মসাৎ করা হয়েছে।দুদক কর্মকর্তারা জানান, নতুন আইনে দুদকের খুলনা কার্যালয়ে এটিই প্রথম মামলা এবং মামলাটি তদন্তপূর্বক চার্জশিট জমা দিয়ে সাতক্ষীরা সিনিয়র স্পেশাল জজ আদালতে পাঠানো হবে।
Comments are closed.