January 15, 2025, 6:23 am
Hasan : সাতক্ষীরায় আওয়ামীলীগ নেতা নজরুল হত্যাসহ পাঁচ মামলার আসামী কবিরুল ইসলামের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সদরের কুচপুকুর বাইপাস সড়কের পাশ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে।নিহত কবিরুল ইসলাম (৩৮) সদরের কুচপুকুর গ্রামের মৃত. মোক্তার হোসেনের পুত্র।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, কবিরুল ইসলাম একজন চিহৃত সন্ত্রাসী। তার বিরুদ্ধে আওয়ামীলীগ নেতা নজরুল হত্যাসহ পাঁচটি হত্যা মামলা রয়েছে। সম্প্রতি সে জেলখানা থেকে জামিনে মুক্তি পায়। বুধবার মধ্যরাতে কুচপুকুর এলাকায় দুইদল সন্ত্রীদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে কবিরুল ইসলাম নিহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড উদ্ধার করে করে। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
Comments are closed.