December 27, 2024, 2:05 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
সাতক্ষীরায় ইজিবাইক চালক হত্যায় জড়িত বন্ধু সাগর আটক

সাতক্ষীরায় ইজিবাইক চালক হত্যায় জড়িত বন্ধু সাগর আটক

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শহরতলির কাশেমপুর মালিপাড়া এলাকায় ইজিবাইক চালক সালাহউদ্দিন (১৬) হত্যার সাথে জড়িত বন্ধু সাগরকে আটক করেছে পুলিশ।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র ইন্সপেক্টর ইয়াসিন আলম চৌধুরী জানান, তারই বন্ধু সালাহউদ্দিনকে হত্যা করে সেটা আগেই তার বাবার কাছে জানিয়েছিল সাগর (১৬)। সাগরের বাবা শহীদুল সেটা আবার সালাহদ্দিনের বাবা শাজাহান আলী অরফে বাবুকে জানায়। সে অনুযায়ী সালাহউদ্দিনের লাশ উদ্ধার করেছিল স্বজনরা।
এরপর পুলিশ অভিযান চালিয়ে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে আত্মগোপনে থাকা বন্ধু সাগরকে আটক করে এবং হত্যায় ব্যবহৃত ছোরাসহ উদ্ধার করে।
ইন্সপেক্টর ইয়াছিন জানান, মাদক (গাজা) কেনাকাটার বিরোধে সালাহউদ্দিনকে হত্যা করে বলে প্রাথামিকভাবে স্বীকার করেছে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com