সাতক্ষীরায় এক দিনমজুর যুবক খুন
- Update Time :
Friday, May 7, 2021
-
488 দেখা হয়েছে
নিখোঁজের নয় ঘন্টা পর সাতক্ষীরা শহরতলির বকচরায় একটি মৎস্য ঘের থেকে আলমগীর হোসেন (২২) নামের এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে লাশটি দেখতে পেয়ে ঘের মালিক আফসার আলী পুলিশে খবর দেয়। নিহত যুবকের গলায় বিদ্যুৎ এর তারের ফাঁস লাগানো ছিল বলে জানিয়েছে পুলিশ। আলমগীর সাতক্ষীরা সদর উপজেলার পশ্চিম বকচরা গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের ছেলে। সদর থানার ওসি দেলোয়ার হোসেন নিহত যুবকের মা সুফিয়া খাতুনের বরাত দিয়ে জানান, আলমগীর বৃহস্পতিবার সন্ধ্যায় চা খাবার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। এর পর থেকে সে নিখোঁজ ছিল। ভোরে তার লাশ দেখতে পেয়ে ঘেরমালিক পুলিশে খবর দেয়। তিনি আরও জানান একটি পরকীয়ার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে। ময়না তদন্তের জন্য লাশটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।