January 15, 2025, 6:45 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
সাতক্ষীরায় করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ ও অক্সিজেন বিতরণ

সাতক্ষীরায় করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ ও অক্সিজেন বিতরণ

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত দুঃস্থ ও অসহায় রোগীদের মাঝে বিনামুল্যে ঔষধ ও অক্সিজেন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। নর্দান ইউনিভার্সিটি অব বাংলাদেশের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ’র পক্ষে শনিবার (১৭ জুলাই) সকালে মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে করোনা আক্রান্ত রোগীদের স্বজনদের মাঝে এই ওষুধ ও অক্সিজেন সামগ্রী বিতরণ করা হয়।

নর্দান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ট্রাষ্ট্র ও লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের কো-অডিনেটর মিজানুর রহমান ওষুধ ও অক্সিজেন সামগ্রী বিতরণকালে জানান, সাতক্ষীরায় করোনা পরিস্থতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতলে রোগী দিনদিন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। সামেক হাসপাতাল কর্তৃপক্ষ আন্তরিক ভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন তবে অসহায় ও দুস্থ কিছু রোগী রয়েছেন যাদের পাশে দাঁড়ানোর মত কেউ নেই। নর্দান ইউনিভাসিটি বাংলাদেশ ট্রাষ্ট্র ও লাইফ এন্ড হোপ ফাউন্ডেশন সামাজিক দায়বদ্ধাতা থেকে অসহায় এসব করোনা আক্রান্ত ব্যাক্তিদের পাশে দাঁড়িয়েছেন।

এ পর্যন্ত করোনা আক্রান্ত ৫০ জনের অধিক ব্যাক্তির আড়াই লক্ষ টাকার ওধুষ ও নগদ অর্থ বিতারণ করা হয়েছে। ৫০টির অধিক অক্সিজেন সিলেন্ডার দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতি মুক্ত না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি তাদের এ কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানানো হয়।

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাষ্ট্র ও লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ জানান, সাতক্ষীরা তার নিজের জেলা এ জেলার মানুষের জন্য কিছু করা তার নৈতিক দায়িত্ব এ দায়িত্ব বোধ থেকেই তিনি করোনা আক্রান্ত অসহায়, দুঃস্থ ও গরীব মানুষের সহায়তার অব্যাহত রেখেছেন ও ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com