January 2, 2025, 6:33 pm
Hasan Imam:সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলায় ২ জন ও ২ জন মাদক ব্যবসায়ীসহ ১৬ জন আসামীকে গ্রেফতার করেছে।অভিযানের সময় পুলিশ ৭০ পিচ ইয়াবা ও ৫১ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।শুক্রবার(০৫জুলাই) সন্ধ্যা থেকে আজ শনিবার(০৬ জুলাই) সকাল পর্যন্ত আটটি থানার অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে পুলিশ।গ্রেফতারকৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ৪ জন, কলারোয়া থানা থেকে ৩ জন,কালিগজ্ঞ থানা থেকে ১ জন,আশাশুনি থানা থেকে ৫ জন,দেবহাটা থানা থেকে ২ জন,পাটকেলঘাটা থানা থেকে ১ জনসহ ১৬ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,আসামীদের বিরুদ্ধে মাদক ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
Comments are closed.