January 15, 2025, 5:45 am
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর শাখার সম্মেলন ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ জুলাই) বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক এ্যাডভোকেট ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি এ্যাড. মোল্লা মো.আবু কাওছার। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ দেশের একটি সুশৃঙ্খল দল। জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ বিম্বের দরবারে উন্নয়নশীল দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। অনেক ত্যাগ-তীতিক্ষার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ চতুর্থবারের মত রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। দলের ক্রান্তিকালে স্বেচ্ছাসেবকলীগ গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে। শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসলেই দেশের উনাœয়ন হয়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্বেচ্ছাসেবকলীগের নেতা কর্মীদের ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, সাতক্ষীরা এক সময় পাকিস্থানের অংশ হিসেবে পরিচিত ছিল। বর্তমান সরকার ক্ষমতায় এসে উন্নয়নের মাধ্যমে তাদের হাত থেকে সাতক্ষীরাকে মুক্ত করা করেছে।’সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরল ইসলাম। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ মারুফ হাসান মিঠু। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ঝিনাইদহ পৌর মেয়র সাঈদুল করিম মিন্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এ্যাড. তাপস পাল, প্রবাসী কল্যাণ সম্পাদক সৈয়দ নাছির উদ্দিন, সহ দপ্তর সম্পাদক আজিজুল ইসলাম, কেন্দ্্রীয় নেতা আসাদুজ্জামান মিঠু। এসময় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ওয়াহিদুল ইসলাম খান সজীব, শামসুদ্দিন আল মাসুদ, আমজাদ হোসেন, আফছার হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদ হারুন উর রিশদ, প্রচার সম্পাদক শেখ নুরুল হক, পৌর আওয়ামীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা সে¦চ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, দপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমান প্রমুখ। উল্লেখ্য সকলের সম্মতিক্রমে এ্যাডভোকেট ফারুক হোসেনকে সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও শাহাদাত হোসেনকে সাধারণ সম্পাদক এবং মো. জাহাঙ্গীর হোসেনকে সভাপতি ও জিয়াউল হক বনিকে সাধারণ সম্পাদক করে পৌর স্বেচ্ছাসেবকলীগ কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে জেলা আওয়ামীলীগ, সে¦চ্ছাসেবকলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোশতাক আলী।
Comments are closed.