January 15, 2025, 8:17 am
সাতাক্ষীরার কালিগঞ্জ থানাধীন নালিতাবাড়ী এলাকায় র্যাবের অভিযানে হত্যা মামলার দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৬ জুন) সকাল সাড়ে ৬টার দিকে র্যাব-৬ যশোর কোম্পানীর সদস্যরা উক্ত অভিযান চালায়। গ্রেপ্তারকৃতরা হলো যশোরের শার্শা থানার মহিষকুড়ের মৃত নুর আলী মন্ডলের ছেলে আব্দুল হাকিম ও বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের আব্দুর রশিদের ছেলে আসানুর।
র্যাব-৬ যশোর কোম্পানীর এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেনাপোলের বালুন্ডা বাজারে পূর্বশত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২১ জুন আসামীরা বাগআঁচড়া ইউপি সদস্য মোঃ আশানুর জামান বাবলু(৩৮)‘কে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় নিহতের বাবা মোঃ রাহাজান আলী মোল্লা (৬৭) বাদী হয়ে যশোর জেলার বেনাপোল পোর্ট থানায় মামলা নং-৩৯, তাং-২২/০৬/২০২২ ইং, ধারা-১৪৩/৩২৪/৩২৬/৩০৭/৩০২/৩৪/৫০৬/১১৪ পেনাল কোড দায়ের করেন। উক্ত মামলার এজাহারনামীয় উক্ত দুই আসামীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করে বলে জানিয়েছে র্যাব।
Comments are closed.