সাতক্ষীরায় সাইক্লোন সেল্টার উদ্বোধন অনুষ্ঠানে এড. মুস্তফা লুৎফুল্লা এমপি
- Update Time :
Sunday, October 13, 2019
-
131 দেখা হয়েছে
“নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পাদের ঝুকি হ্রাস করি” স্লোগানে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবসে সাতক্ষীরার তালা উপজেলার শালিখা কলেজে নির্মাণ কাজ শেষে সাইক্লোন সেল্টারের উদ্বোধন করা হয়েছে।আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের ন্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সাইক্লোন সেল্টারের উদ্বোধন করেন। এ সময় কলেজ চত্বর সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনসহ উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থপনা অধিদপ্তর ২ কোটি ৬ লক্ষ টাকা ব্যয়ে ৩য় তলা এ সাইক্লোন সেল্টার নির্মাণ কাজ বাস্তবায়ন করেন।