December 26, 2024, 1:03 pm
সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় আগামী সোমবার দুর্গাপূজার নবমীতে সম্প্রীতির সেতুবন্ধন শীর্ষক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সম্প্রতি মুক্তিযুদ্ধের পক্ষের দুটি পত্রিকার সম্পাদকসহ সাংবাদিকদের নামে মামলা করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।সভায় একই সাথে এমপি রবির ভাইয়ের বাড়িতে অভিযান চালিয়ে ৯ জুয়াড়িকে আটকের খবর প্রকাশ করায় পত্রিকার ডিক্লারেশন বাতিলের দরখাস্ত করার বিষয়টি অযৌক্তিক ও অবিবেচনা প্রসূত বলে উল্লেখ করে বলা হয়, এসব স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী।সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী’র সঞ্চালনায় স্ব স্ব মতামত জানিয়ে বক্তব্য রাখেন, সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক এম শাহীন গোলদার, অর্থ সম্পাদক মোশাররফ হোসেন, দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, গোলাম সরোয়ার।
Comments are closed.