November 21, 2024, 8:33 am
এসএম আশরাফুল ইসলাম: সাতক্ষীরা শহরের বাইপাস সড়ক ঘিরে চলছে বিভিন্ন স্থাপনা নির্মাণের মহা উৎসব। এই নির্মাণ কাজকে ঘিরে বে-আইনী ভাবে সড়কের উপর ইট-বালু রেখে চলেছে নির্মানকারীরা। এতে করে সড়কটি সঙ্কুচিত হয়ে পড়ছে এবং চলাচলের প্রতিবন্ধকতা তৈরি হওয়ার সাথে সাথে প্রায় ঘটছে সড়ক দুর্ঘটনা। ফলে পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
শনিবার বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বাইপাস সড়কের ১২ কিলোমিটার রাস্তার দুই পাশ দিয়ে তৈরি হচ্ছে নতুন নতুন বিভিন্ন পাকা স্থাপনা। এ সকল নির্মাণ কাজে ব্যবহৃত ইট-বালু স্তুপ আকারে দিনের পর দিন রাস্তার উপরে রাখা হয়েছে। এতে একদিকে নষ্ট হচ্ছে কোটি টাকার রাস্তা এবং ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বাইপাসের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল মোড় হতে কাশেমপুর জামতলা মোড় পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তার দুই ধারে ১৫ থেকে ১৬ জায়গায় ইট-বালুর স্তুপ দেখা যায়। এছাড়াও রাস্তার ধারে সরকারি জমি দখল করে সেখানে মাটি তুলে ড্রেনেজ ব্যবস্থা বন্ধ করে অবৈধ দখলের পাঁয়তারা করছে কেউ কেউ। এতে করে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা।
বাইপাসে চলাচল করে এমন কয়েকজন ট্রাক ড্রাইভার জানান, বৃষ্টির ভিতরে অথবা রাতে গাড়ি চালাতে গিয়ে হঠাৎ রাস্তার উপর জমানো বালি অথবা ইটের স্তুপ বোঝা যায় না দূর থেকে, আর হঠাৎ করে এমন স্তুপ সামনে এসে পড়ায় গাড়ি নিয়ন্ত্রণ রাখা কষ্টকর হয়ে যায়। ইতিপূর্বে এই বাইপাসে এমন বালির স্তুপে বেধে দুর্ঘটনা কবলিত হয়ে মৃত্যুর রেকর্ডও আছে। বাইপাসের আশেপাশে বসবাসকারী এলাকাবাসীর ও বাইপাসে চলাচলকারি ব্যক্তিরা এ প্রতিনিধির কাছে ক্ষোভের কথা ব্যক্ত করেন। তারা চান সাতক্ষীরা জেলায় একটি নিরাপদ সড়ক ব্যবস্থা চালু হোক। সড়কে অব্যাবস্থাপনার বিষয়টি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল।
এব্যাপারে সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবির বলেন, সাতক্ষীরা শহর বাইপাস সড়কে যারা অবৈধভাবে ইট-বালু রেখে চলাচলের বিঘœ ঘটাচ্ছে তাদের ব্যাপারে আমি খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। দ্রুত সময়রে মধ্যে ভ্রাম্যমান আদালত পরচিালনা করা হবে। অবৈধ দখলদার ও জনসাধারণের চলাচলের বিঘœ সৃষ্টিকারীদের কোন ভাবেই ছাড় দেওয়া হবে না।
Comments are closed.