November 21, 2024, 8:55 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
সাতক্ষীরা মেডিকেলের লিফটে বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার

সাতক্ষীরা মেডিকেলের লিফটে বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের লিফটের নিচ থেকে বীর মুক্তিযোদ্ধা সৈয়েদ আলী মন্ডলের মরদেহ উদ্ধারের প্রকৃত ঘটনা তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। সাতক্ষীরা জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা এবং সর্বস্তরের মানুষের আয়োজনে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন পালিত হয়। সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিক আম্মেদের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা আব্দুল গফুরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন,সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, বীর মুক্তিযোদ্ধা বিএম আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাবু, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি প্রমুখ। বক্তারা বলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মত প্রতিষ্ঠানে মাসের পর মাস লিফট নষ্ট থাকলেও কর্তৃপক্ষ নিরব থাকার কারন কি ? এছাড়া লিফট নষ্ট থাকলে সেটি স্থায়ীভাবে কেন বন্ধ রাখা হয়নি ?
এই মৃত্যুকান্ডের সাথে মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জড়িত উল্লেখ করে বক্তরা বলেন, লিফট তদারকিতে যারা যারা দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। বক্তারা আরো বলেন, মেডিকেল কলেজ হাসপাতালের সাইকেল শেডে বর্তমানে মোটর সাইকেল প্রতি ১০ টাকার পরিবর্তে ২৫ টাকা করে নেয়া হচ্ছে। দ্রব্যমূল্যের এই উর্দ্ধগতির বাজারে একটি সরকারী হাসপাতালে রোগীসহ তার স্বজনদের কাছ থেকে এই টাকা জোর করে আদায় করা হচ্ছে যা খুবই দু:খজনক। এছাড়া মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে যে খাদ্য সরবরাহ করা হয় তাও খুব নি¤œ মানের। একই ব্যক্তির কাছ থেকে অবৈধ সুযোগ সুবিধা নিয়ে বার বার তাকেই খাদ্যের টেন্ডারটি দেয়া হয় বলে তারা দাবী করেন। বক্তারা এ সময় বীর মুক্তিযোদ্ধা সৈয়েদ আলী মন্ডলের মরদেহ উদ্ধারের প্রকৃত ঘটনা তদন্তসহ এ ঘটনায় জড়িতদের বিচারের জোর দাবি জানান।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com