October 31, 2024, 5:28 am
গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৮জন ও ক্লিনিকে ১ জন মোট ৯জনের মৃত্যু হয়েছে। এর সকলেই করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। নিহতদের মধ্যে ৪জন নারী রয়েছে। গত ২৪ ঘন্টায় ১৮১ জনের নমুনা পরিক্ষা করে ৬৭ জন পজিটিভ এসেছে। যার আক্রান্তের হার ৩৪.০২ ভাগ। এছাড়াও এপর্যন্ত জেলায় করোনা পজিটিভ নিয়ে মৃত্যু হয়েছে ৬৩ জন ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। ২৯৭ জন। এদিকে সাতক্ষীরায় নতুন জেলা প্রশাসক হিসেবে মোহাম্মদ হুমায়ুন কবির বুধবার যোগদান করেছেন। আজ লক ডাউনের ২০তম দিন। বিকালে ভার্চূয়াল মিটিং হওয়ার কথা রয়েছে। এই মিটিং এ লকডাউন বাড়ছে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।
Comments are closed.