January 15, 2025, 3:04 pm
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে সাতক্ষীরা সদর সাব-রেজিষ্ট্রি অফিসের নকল নবিস সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহষ্পতিবার রেজিষ্ট্রি অফিসের তৃতীয় তলায় সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১.৩০ মিনিট পর্যন্ত ভোট গ্রহণ চলে। এবার নির্বাচনে ১০৫ জন ভোটারের মধ্যে ১০৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৯টি পদের বিপরীতি সভাপতি পদে ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মীর মোর্তজা হাসান লিটু।
তার প্রতিক ছিলো দোয়াত কলম মার্কা। নিকটতম প্রার্থী চেয়ার প্রতিকের আমানুর রহমান সুমন পেয়েছেন ২৭ ভোট। সাধারন সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন জেসমিন নাহার, সহসভাপতি পদে উভয় ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম ও মো. সাইফুল্লাহ। যুগ্ম সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক জাকির আলম, কোষাধ্যক্ষ মো. শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক জিয়াউর রহমান, সাহিত্য ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অনল কৃষ্ণ রায়, কার্যকরি সদস্য খুরশিদ আলম, সদস্য ময়নুদ্দিন ও অলোক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন পরিমল চন্দ্র, সহকারি প্রিজাইডিং এর দায়িত্ব পালন করেন প্রদিপ কুমার, পলিং অফিসারের দায়িত্বে ছিলেন মহিউদ্দিন আহম্মেদ ও পংকজ কুমার হালদার। নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন জেলা নকল নবিস সমিতির সভাপতি নাজমুস জামান সুমন ও নির্বাচন কমিশনের সদস্য সচিব এর দায়িত্বে ছিলেন জেলা নকল নবিস সমিতির সম্পাদক লাভলু হোসেন।
Comments are closed.