January 2, 2025, 4:03 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
সাতক্ষীরা সীমান্তে জালনোটসহ ভারতীয় নাগরিক আটক

সাতক্ষীরা সীমান্তে জালনোটসহ ভারতীয় নাগরিক আটক

সাতক্ষীরা কলারোয়া উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইব্রাহিম গাজী ছোট (২৯) নামে এক ভারতীয় নাগরিককে ভারতীয় জালনোটসহ আটক করেছে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা। এ সময় তার কাছ থেকে ৪৪ হাজার ভারতীয় জাল রুপি ও ১৫ পিস ইয়াবা জব্দ করা হয়।গত ১০ নভেম্বর সন্ধ্যায় কলারোয়া উপজেলার মাদরা বিওপির সদস্যারা তাকে আটক করে।গ্রেফতার ইব্রাহিম গাজী ভারতের চব্বিশ পরগনা জেলার সরুপনগর থানার দরকান্দা গ্রামের মৃত মনতাজ গাজীর ছেলে।সাতক্ষীরা ৩৩ বিজিবির আওতাধীন মাদরা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা চান্দা গ্রামে মসজিদের পাশে অভিযান চালায়। এ সময় সেখান ভারতীয় নাগরিককে জালনোট ও ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ সময় তার সহযোগি কলারোয়া উপজেলার রাজাপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে কিবরিয়া বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com