শুক্রবার সকালে তাকে অটক করা হয়। আটক জয়নাল আবেদীন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা।বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সরোয়ার ই জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সকাল ৮ টা ১০ মিনিটে আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটটি চট্টগ্রামে আসে। বিমানবন্দরে সন্দেহ হওয়ায় জয়নালকে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে ছয়টি চার্জার লাইট উদ্ধার করে ১৩০টি সোনার বার পাওয়া যায়। উদ্ধার সোনার ওজন ১৫ কেজি ১৬৩ গ্রাম।