January 15, 2025, 4:46 am
সিরিয়ায় এস-৫০০ বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষার দাবি করে মস্কো।প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে রাশিয়ার দৈনিক ইজভেস্টিয়া জানায়, বিশেষজ্ঞরা এর সরঞ্জামাদিতে নির্দিষ্ট কিছু সমস্যা পেয়েছে কিন্তু তারা দ্রুত সেগুলো শনাক্ত করেছে এবং পরীক্ষা সফল ঘোষণা দিয়েছে।লেফটেন্যান্ট জেনারেল আইটেক বিজেভ ইজভেস্টিয়াকে বলেছেন, পরীক্ষার সময় ক্ষেপণাস্ত্রটির সব যন্ত্রাংশের নিখুঁত পরিচালনায় বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে, যখন সরঞ্জামগুলো কঠোর প্রযুক্তিগত ও আবহাওয়ায় পরীক্ষা করা হয়।জুন মাসে এস-৫০০ তৈরি শুরু হয়। এ ক্ষেপণাস্ত্রটি ৬০০ কিলোমিটার (৩৭৩ মাইল) পর্যন্ত তার লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম। প্রতি সেকেন্ডে ৭ কিলোমিটার গতিবেগে তার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এবং একই সঙ্গে উড়ন্ত ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে আছড়ে পড়তে পারে। এটি পরমাণুবাহী হাইপারসনিক ক্ষেপণাস্ত্রও ধ্বংস করতে সক্ষম।রাশিয়া বলছে, নিকট ভবিষ্যতে এস ৫০০ বিমানবিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা কোনো পরিমাণ অর্থের বিনিময়ে বিক্রি করবে না। তারা এটি রাশিয়ান সেনাবাহিনীর জন্য তৈরি করেছে।
Comments are closed.