January 15, 2025, 4:39 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
স্তন ক্যান্সার রোধে জনসচেতনতার বিকল্প নেই-এমপি রবি

স্তন ক্যান্সার রোধে জনসচেতনতার বিকল্প নেই-এমপি রবি

“শ্রেষ্ঠ খাবার মায়ের দুধই সব শিশুকে তাই খাওয়াই, স্তন ক্যান্সারের ঝুঁকি কমাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোটারী ক্লাব অব সাতক্ষীরা ও সাতক্ষীরা ক্যান্সার কেয়ার এন্ড ওয়েলফেয়ার সেন্টারের যৌথ আয়োজনে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য গোলাপী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ০৯টায় সাতক্ষীরা পৌরসভা চত্বর থেকে বের হয়ে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভাস্থলে গিয়ে মিলিত হয়। রোটাঃ ডা. মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘স্তন ক্যান্সার রোধে জনসচেতনতার বিকল্প নেই। মানুষ যদি প্রাথমিক পর্যায়ে রোগের আলামত দেখে ডাক্তারের সরনাপর্ন্ন হয়। তাহলে স্তন ক্যান্সার থেকে দ্রুত চিকিৎসার মাধ্যমে ভাল করা সম্ভব। জননেত্রী শেখ হাসিনা গ্রামাঞ্চলের মানুষের জন্য কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য দৌর গোড়ায় পৌছে দিয়েছেন। কমিউনিটি ক্লিনিকে উন্নতমানের স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। আয়োজকদের মহৎ উদ্যোগকে স্বাগত জানান এমপি রবি।’

আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. মোল্লা ওবায়দুল্লাহ বাকী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রখ্যাত ইউরোলজিস্ট প্রফেসর ডা. ফকরুল ইসলাম, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডা. মুকিতুল হুদা, সাবেক সাংসদ ডা. মোখলেছুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা প্রমুখ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক দেবাশিস সরদার, রোটারী ক্লাব অব সাতক্ষীরা’ সভাপতি মীর মোশারফ হোসেন মন্টু, রোটাঃ পিপি এনছান বাহার বুলবুল, ক্লাব সেক্রেটারী ফারহা দীবা খান সাথী, রোটাঃ পিপি প্রফেসর ভূধর সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, পৌর কাউন্সিলর অনিমা রানী মন্ডল, রোটাঃ পিপি মাগফুর রহমান, রোটাঃ মো. কামরুজ্জামান রাসেল, রোটাঃ পিপি রেহেনা পারভীন মিনু, রোটাঃ নাসিমা জামান, রোটাঃ মশিউর রহমান বাবু, রোটাঃ মাগফুর রহমান, রোটাঃ সৈয়দ হাসান মাহমুদ, রোটাঃ আশরাফুল করিম ধনি, রোটাঃ মাহফুজা রুবি, রোটাঃ আক্তারুজ্জামান কাজল, রোটাঃ বাবু, রোটাঃ মিজানুর রহমান, রোটাঃ আনিছুজ্জামান, কণ্ঠশিল্পী শামীমা পারভীন রত্মা, রোটাঃ মাহমুদুল হক সাগর, রোটার‌্যাক্ট ক্লাব অব সাতক্ষীরা সভাপতি মো. আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন তৈয়েব হাসান বাবু।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com