February 5, 2025, 10:58 am
ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিমের স্ত্রী ও মদিনা গ্রুপের চেয়ারম্যান গুলশান আরা সেলিম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২৯ নভেম্বর) ১১টা ৪৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জানা যায়, গুলশান আরা সেলিম ব্রেইন স্ট্রোকের রোগী ছিলেন। তিনি দেড় বছর ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। গত তিন মাস আগে তাকে দেশে আনা হয়। এই তিন মাস তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। এছাড়াও ২০১৬ সাল থেকে কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি।
Comments are closed.