December 21, 2024, 5:10 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
১২ বছর পর সাতক্ষীরা বড়বাজারে দোকান ঘর বুঝে পেল আব্দুর রাজ্জাক

১২ বছর পর সাতক্ষীরা বড়বাজারে দোকান ঘর বুঝে পেল আব্দুর রাজ্জাক

Hasan Imam : দীর্ঘ ১২ বছর পর নিজের দোকার ফিরে পেল সাতক্ষীরার আব্দুর রাজ্জাক। সে শহরের পলাশপোল এলাকার মুন্সি আদম আলীর পুত্র এবং শহরের থানা সড়কের জাকির ক্লথ স্টোরের স্বত্বাধীকারী। আব্দুর রাজ্জাক জানান, ২০০৫ সালে শহরের ৫নং ওয়ার্ডের বাটকেখালি গ্রামের আব্দুর রশিদ দুই বছরের জন্য জাকির ক্লথ স্টোর লীজ নেন। লীজের মেয়াদ শেষ হওয়ার পর মালিক পক্ষ লীজ বাতিল করতে চাইলে আব্দুর রশিদ সময় চায়। কয়েক দফায় সময় দেয়ার পরও আব্দুর রশিদ দোকান ছাড়তে তালবাহনা করে। এমনকি দোকেন মালিক আব্দুর রাজ্জাককে হুমকী-ধামকী দেয়। প্রভাবশালীদের দোহাই দিয়ে বার বার সে আব্দুর রাজ্জাককে ভয়ভীতি প্রদর্শন করে। আব্দুর রাজ্জাক নিরুপায় হয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে সহযোগীতা চায়। বিষয়টি নিয়ে জেলা ব্যবসায়ী সমিতি, সাতক্ষীরা পৌরসভা ও সদর উপজেলা পরিষদে একাধীকবার শালিস বসানো হয়। শালিসের সিদ্ধান্ত আব্দুর রাজ্জাকের পক্ষে যায়। ফলে আব্দুর রাজ্জাকের সম্পত্তি ও দোকানঘর ফিরিয়ে দিতে আব্দুর রশিদকে নির্দেশ দেয়া হয়। একপর্যায়ে আজ ১৬ সেপ্টেম্বর সোমবার শান্তিপূর্ণভাবে আব্দুর রাজ্জাক তার দোকানঘর দখল করেন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com