November 21, 2024, 6:26 am
মোস্তফা ইসলাম রাজু, স্টাফ রিপোর্টার: ২৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে কমপক্ষে ৭ জনকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গতরাতে সাতক্ষীরা শহর ও কালিগঞ্জের মথুরেশপুর থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় শহরের মুনজিতপুর এলাকা থেকে ১টি অস্ত্রও উদ্ধার করা হয়। আটককৃতরা সবাই ছাত্রলীগ ও তাঁতীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এদের মধ্যে একজন ছাত্রলীগ নেতার বড়িগার্ড বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। তবে, জেলা গোয়েন্দা পুলিশের সাথে সাংবাদিকরা যোগাযোগ করার চেষ্টা করলেও কোন দায়িত্বশীল কর্মকর্তা মোবাইল রিসিভ করেন নি। এমনকি এদের সকলকে একই ঘটনায় নাকি পৃথক পৃথক ঘটনায় আটক করা হয়েছে সেটাও নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে কালিগঞ্জে বিকাশের ২৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তাদেরকে আটক করা হতে পারে।সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকার লোকজন জানান, ভোররাতে উষা ফার্নিচারের পাশের একটি বাড়ি থেকে আব্দুল আজিজ নামের এক যুবককে আটক করে সাদা পোষাকধারী লোকজন। তার ঘরের পিছন থেকে মাটি খুড়ে একটি অস্ত্র উদ্ধার করা হয়। এরআগে মুনজিতপুরের দীপ ও মুন্সিপাড়ার সাইফুলকে আটক করে সাদা পোষাকধারীরা। দীপ সাতক্ষীরার ছাত্রলীগ নেতার বডিগার্ড বলে জানা গেছে। এরমধ্যে দীপ মুন্সিপাড়া এলাকার সোহাগ হত্যা মামলার আসামী এবং সাইফুল বেআইনী অস্ত্রধারী ও তার বাড়ি কালিগঞ্জের চাম্পাফুল ইউনিয়নের সাইহাটি গ্রামে বলে জানা গেছে।এদিকে কালিগঞ্জ থেকে একাধিক সূত্র জানায়, উপজেলার মথুরেশপুর এলাকা থেকে ৪জনকে আটক করে সাদা পোষাকধারী লোকজন। আটককৃতরা হলো, বসন্তপুর গ্রামের আব্দুল নুর বিশ্বাসের ছেলে উপজেলা তাঁতীলীগের সভাপতি ময়নুল বিশ্বাস (৩০), একই এলাকার রফিুকল ইসলামের ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম এহসান কিরণ (২২), একই এলাকার আফসার আলীর ছেলে ছাত্রলীগ সদস্য আশিকুর রহমান (২৩) ও আজিজ আহমেদের ছেলে উপজেলা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান (২৪)। আসাদুর রহমানের ভাই ইফতেখার আলম এই তথ্য নিশ্চিত করলেও পরে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।আইন শৃঙ্খলা রক্ষাকারী কোন সংস্থা থেকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে এরা সবাই জনৈক ছাত্রনেতা সাদিকের সহযোগী বলে জানা গেছে। সংশ্লিষ্ঠ এলাকার লোকজন মোবাইল ফোনে দৈনিক পত্রদূতেকে এ তথ্য জানিয়েছে।
Comments are closed.