December 26, 2024, 3:36 pm
সরকার নতুন করে আরও ৩০টি অক্সিজেন প্ল্যান্ট কেনার সিদ্ধান্ত নিয়েছে। চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সরকারের এ সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে। বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত সভায় এ অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত সভা শেষে তিনি জানান, আমাদের অক্সিজেন প্ল্যান্ট কিনতে হবে, সেটি অনুমোদন দেয়া হয়েছে। এর দাম ও অন্য বিষয়গুলো পরবর্তী সভায় বিবেচনা করব। কারণ, ফিন্যান্সিয়াল বিষয়টি আজকে বিবেচিত হয়নি। এটা আমরা নীতিগত অনুমোদন দিয়েছি।
Comments are closed.