October 23, 2024, 9:24 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
৫ দফা দাবীতে সাতক্ষীরা সনাকর ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যদের আহ্বানে জলবায়ু ধর্মঘটের কর্মসূচি

৫ দফা দাবীতে সাতক্ষীরা সনাকর ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যদের আহ্বানে জলবায়ু ধর্মঘটের কর্মসূচি

২৭ সেপ্টেম্বর সকাল ১১টায় সচেতন নাগরিক কমিটি (সনাক) জেলার ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যদের আহ্বানে ট্রান্সপারোন্স ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সহযোগিতায় সাতক্ষীরা প্রেসক্লাব চত্ত্বরে জাতিসংঘের জলবায়ু বিষয়ক জরুরি সম্মেলনকে সামনে রেখে জলবায়ু পরিবর্তন এবং ক্ষতিকর প্রভাব মোকাবেলায় পর্যাপ্ত গুরুত্ব প্রদান এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ শিক্ষার্থীদের ডাকা বৈশি^ক জলবায়ু ধর্মঘটের অংশ হিসেবে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ইয়েস দলনেতা বিউটি আক্তারের সভাপতিত্বে এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ইয়েস সহ-দলনেতা মো. শাহিনূর ইসলাম, ইয়েস সদস্য প্রজ্ঞা লাবনী মন্ডল, ইয়েস ফ্রেন্ডস সদস্য সুমিতা কর্মকার। সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন প্রথম আলো বন্ধসভার সভাপতি জাহিদা জাহান মৌ, স্বজন সমন্বয়ক মো. মনিরুজ্জামান টিটু, সনাক সদস্য ভারতেশ^রী বিশ^াস, প্রফেসর আব্দুল হামিদ, কিশোরী মোহন সরকার, সনাক জলবায়ু বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, নাগরিক আন্দোলন মঞ্চের সভাপতি এড. ফাহিমুল হক কিসলু প্রমুখ।

বক্তাগণ বলেন, জলবায়ু ধর্মঘটের কর্মসূচির মাধ্যমে জাতিসংঘ ও শিল্পোন্নত দেশের দায়িত্বপ্রাপ্ত নীতি-নির্ধারকদের দৃষ্টি আকর্ষণসহ তাদের বোধোদয় হবে। সেই সাথে বাংলাদেশের তরুণদের ৫ দফা দাবী: ১. বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার সীমিত করা: বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার সর্বোচ্চ ২ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখার লক্ষ্যে- ক) কার্বন নিঃসরণ হ্রাসে শিল্পোন্নত দেশসমূহকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি প্রদান করতে হবে;    খ) শিল্পোন্নত দেশগুলোতে তেল, কয়লা এবং গ্যাসভিত্তিক পাওয়ার প্লান্ট পর্যায়ক্রমে দ্রুততার সাথে বন্ধ করতে হবে; গ) উন্নয়নশীল দেশগুলোতে বন ও পরিবেশের জন্য ক্ষতিকর নতুন কয়লাভিত্তিক পাওয়ার প্লান্ট স্থাপন বন্ধ করতে হবে। বাংলাদেশকেও এক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ওপর সরকারের চলমান প্রাধান্যের অবসান করে অনতিবিলম্বে নবায়নযোগ্য জ¦ালানি নির্ভর প্রকল্পে বিনিয়োগ ব্যাপকভাবে বৃদ্ধি করতে হবে; ঘ) নবায়নযোগ্য জ¦ালানির ব্যবহার বৃদ্ধিতে প্রযুক্তি হস্তান্তর ও অর্থায়নসহ কার্যকর পদক্ষেপ যেমন, ভর্তুকি প্রদান করতে হবে। ২. দীর্ঘমেয়াদী জলবায়ু অর্থায়ন: শিল্পোন্নত দেশগুলোর প্রস্তাবিত ১০০ বিলিয়ন ডলার রূপরেখায় অভিযোজনকে অগ্রাধিকার দিয়ে পর্যাপ্ত জলবায়ু তহবিল বরাদ্দ নিশ্চিতের পদ্ধতি নির্ধারণ করতে হবে; ৩. উন্নয়ন সহায়তার অতিরিক্ত ‘নতুন’ এবং ‘অতিরিক্ত’ জলবায়ু তহবিল: বিশ্বব্যাপী অভিযোজনের জন্য ২০২৫ সাল নাগাদ প্রতি বছরে কমপক্ষে ১৫০ বিলিয়ন ডলারের প্রয়োজন। ‘দূষণকারী কর্তৃক ক্ষতিপূরণ প্রদান’ নীতি মান্য করে ঋণ নয়, ক্ষতিপূরণ হিসেবে সরকারি অনুদান প্রদান করতে হবে। একইসাথে উন্নয়ন সহায়তার ‘অতিরিক্ত’ এবং ‘নতুন’ প্রতিশ্রুতিকে স্বীকৃতি দিয়ে তদনুযায়ী বরাদ্দ নিশ্চিত করতে হবে;  ৪. জলবায়ু অর্থায়নে ন্যায়বিচার ও ন্যায্যতা: জলবায়ু অর্থায়নে বিশ্বব্যাংক ও এডিবিসহ আন্তর্জাতিক অর্থ-লগ্নিকারী প্রতিষ্ঠানের চাপ বা কৌশল উপেক্ষা করে বাংলাদেশের ন্যায্য প্রাপ্য ক্ষতিপূরণ হিসেবে অনুদান সংগ্রহে সরকারকে আরো সক্রিয় হতে হবে। জলবায়ুতাড়িত বাস্তুচ্যূতদের পুনর্বাসন, কল্যাণ এবং অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিতে সবুজ জলবায়ু তহবিল (জিসিএফ) এবং অভিযোজন তহবিল থেকে বিশেষ তহবিল বরাদ্দ নিশ্চিত করতে হবে; ৫. প্যারিস চুক্তি বাস্তবায়নে জনঅংশগ্রহণমূলক কর্মকৌশল: প্যারিস চুক্তি বাস্তবায়নে ভবিষ্যৎ কর্মকৌশল নির্ধারণ ও ক্ষতিগ্রস্ত জনগণ, নাগরিক সমাজ ও বিশেষজ্ঞসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে অন্তর্ভুক্ত করে জাতীয় পর্যায়ে সুনির্দিষ্ট সময়াবদ্ধ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইয়েস সদস্য মনিরুল ইসলাম। মানববন্ধন শেষে একটি র‌্যালির আয়োজন করা হয় যা শহরের প্রধান প্রধান সগড় প্রদক্ষিণ করে। কর্মসূচিতে সাতক্ষীরা প্রথম আলো বন্ধসভা, নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরা এবং সনাক সাতক্ষীরার ইয়েস, ইয়েস ফ্রেন্ডস ও স্বজন গ্রুপের সদস্যগণ অংশগ্রহণ করেন। প্রেসবিজ্ঞপ্তি


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com