December 26, 2024, 4:52 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
৭ লাখ টাকা মুক্তিপনের দাবীতে ৬ জেলেকে অপহরণ

৭ লাখ টাকা মুক্তিপনের দাবীতে ৬ জেলেকে অপহরণ

সুন্দরবন সাতীরা রেঞ্জ থেকে ৭ লাখ টাকা মুক্তিপনের দাবীতে বনদস্যু জিয়া-জোনাব বাহিনীর ৬ জেলেকে অপহরন করেছে। সুন্দরবনের বনের গহিনে বঙ্গোপসাগর সংলগ্ন তালপট্টি এলাকায় মাছ ধরার সময় মঙ্গলবার সকালে অস্ত্রের মুখে বনদস্যুরা তাদের জিম্মী করে নিয়ে যায়।অপহৃত জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালি গ্রামের ওয়াজেদ সরদারের ছেলে ইকবাল সরদার (২৫), রিয়াজুল গাজীর ছেলে জিন্নাত গাজী (২৮), ডুমুরিয়া গ্রামের মুছা মিস্ত্রীর ছেলে আলামিন (২৬), ছোট ভেটখালী গ্রামের দৌলত ফকিরের ছেলে মহিবুলাহ (৫৫), খালেক গাজীর ছেলে আশিক গাজী (৪০) এবং পার্শ্বেখালী গ্রামের এন্তাজ সরদারের ছেলে আসাদুজ্জামান (৩৩)।অপহৃত জেলেদের বরাত দিয়ে ফিরে আসা জেলে শ্যামনগরের বড় ভেটখালী গ্রামের কওছার মোড়লের ছেলে শহিদুল ইসলাম ও গাবুরা গ্রামের এন্তাজ আলী জানায়, এক সপ্তাহ আগে বুড়িগোয়ালিনী বন অফিস হইতে বৈধ পাশ নিয়ে তারা সুন্দরবনে মাছ ধরতে যায়। আজ সকালে তালপট্টি এলাকায় থেকে ৭ লাখ টাকা মুক্তিপনের দাবীতে বনদস্যু জিয়া-জোনাব বাহিনীর সদস্যরা তাদের অপহরণ করে ভারতীয় সীমান্দের মধ্যে নিয়ে যায়।তবে, জেলে অপহরনের বিষয়ে বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা (এসও) আক্তারুজ্জামান জানান, এ বিষয়ে এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ করেননি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com