নিজস্ব প্রতিবেদক: ‘কবিতা, গীত, নৃত্য ও সুরের মূর্চ্ছনার মধ্য দিয়ে সমাপ্ত হল সাতক্ষীরায় ৪দিন ব্যাপী আবৃত্তি কর্মশালা ও আবৃত্তি অনুষ্ঠান।রবিবার (২১ জুলাই) রাত ৮টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বর্ণমালা একাডেমি ও অধীতি একটি কন্ঠকলা এর আয়োজনে অধীতি একটি কণ্ঠকলা’র সভাপতি নাসরীন খান লিপির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আবৃত্তি কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তালা-কলারোয়া ০১ আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।এসময় তিনি বলেন,‘কবিতাই হোক অসাম্প্রদায়িক চেতনা ও দিন বদলের হাতিয়ার। সাতক্ষীরার সংগীতাঙ্গনে এটি একটি উজ্জল দৃষ্ট্রন্ত হয়ে থাকবে। দুই বাংলার শিল্পীদের মিলন মেলা স্মরণীয় হয়ে থাকবে। তিনি বর্ণমালা একাডেমি ও অধীতি একটি কণ্ঠকলা সংগঠনকে এধরনের উদ্যোগের জন্য দন্যবাদ জানান।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, কলকাতা দূরদর্শন ও বেতারের বিশিষ্ট আবৃত্তিশিল্পী প্রশিক্ষক ঝর্ণা রারুই, সঙ্গীত শিল্পী ও পরিচালক ডা. পল্লব কীর্ত্তনীয়া, তালা মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব শেখ মোসফিকুর রহমান মিল্টন, লিনেট ফাইন আর্টস’র পরিচালক কষ্ঠশিল্পী আবু আফ্ফান রোজ বাবু, ভারতের উচ্চাঙ্গ সংগীত প্রশিক্ষক জয়দীপ প্রমুখ।৪দিন ব্যাপি এই আবৃত্তি কর্মশালা ও আবৃত্তি অনুষ্ঠানে জেলার ৫৭ জন প্রশিক্ষণার্থী এবং আবৃত্তি কর্মশালায় ভারত থেকে ২১ জন শিল্পী ও প্রশিক্ষক অংশ নেয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বর্ণমালা একাডেমির পরিচালক শামীমা পারভীন রত্না ও ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম।