ক্যান্সার আক্রান্ত পরিবারের পাশে সৈকতের মানবতার কল্যাণ ফাউন্ডেশন
- Update Time :
Monday, July 22, 2019
-
231 দেখা হয়েছে
জেলার দেবহাটা উপজেলা পারুলিয়ার শ্রমিক জাহাঙ্গীরের স্ত্রী শেফালী পারভীন গত নয় মাস ধরে ক্যান্সারে আক্রান্ত। স্থানীয় অনেকেই সাধ্য অনুযায়ী পাশে দাঁড়ালেও পরবর্তীতে টাকার অভাবে চিকিৎসা বন্ধ হয়ে যায়। এ খবর পেয়ে দেবহাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ বিষয়টি মানবতার কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান জিএম সৈকতকে অবগত করেন। পরবর্তীতে সৈকত অসুস্থ রোগীর জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে পঞ্চাশ হাজার টাকা অনুদানের ব্যবস্থা করেন। রবিবার মানবতার কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়ে তার স্বামীর হাতে চেকটি প্রদান করেন জিএম সৈকত। এসময় উপস্থিত ছিলেন অভিনেত্রী অপ্সরা সুহি ও আলামিন। জাহাঙ্গীর বলেন, সর্বপ্রথমে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। সৈকত ভাইয়ের মাধ্যমে অনুদান পেয়েছি, আমরা কৃতজ্ঞ। অনেকেই পাশে দাঁড়িয়েছেন। সবাইকে ধন্যবাদ। জিএম সৈকত বলেন, একটি মহতি কাজের সাথে শরীক হতে পেরেছি। সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞা। বিশেষ সহযোগিতা পেয়েছি আবু মাসুদ ও সমাজ সেবা অফিসার অধীর কুমার গাইনের কাছ থেকে। সবাই শেফালী পারভীনের জন্য দোয়া করবেন যেন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনের ফিরে আসতে পারে। প্রেস বিজ্ঞপ্তি