গোলাম ছালমণি সাতক্ষীরা প্রতিনিধিঃ
December 26, 2024, 6:24 pm
সাতক্ষীরায় উন্নতজাতের গাভী পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীদের জীবনযাত্রার মানোন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় সমবায় সমিতির সুবিধাভোগী সদস্যদের ঋণের চেক বিতরণ করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় জেলা সমবায় কার্যালয়ে উক্ত চেকবিতরন করা হয়।জেলা সমবায় অফিসার হাসান মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রকল্প ঋণের চেক বিতরণ করেন, বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা সমবায় কার্যালয়ের অডিটর মনুজিৎ কুমার মন্ডল, পরিদর্শক আবু সাঈদ, ঋণ গ্রহীতা রাবেয়া খাতুন, সাবিরা খাতুন প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, জননেত্রী শেখ হাসিনা গ্রামাঞ্চলের নারীদের উন্নয়নে আর্থিক সহায়তা দিয়ে স্বাবলম্বী করেছেন। নারীর ক্ষমতায়নের সাথে সাথে সুবিধাবঞ্চিত নারীদের বিভিন্ন সুবিধা দিয়ে পিছিয়ে পড়া নারী জনগোষ্ঠীকে এগিয়ে এগিয়ে নিচ্ছেন তিনি। সুবিধাভোগী নারী সদস্যদের উদ্দেশ্যে এমপি রবি বলেন, জননেত্রী শেখ হাসিনার দেওয়া সুদমুক্ত ঋণ নিয়ে গাভী ক্রয় করে ভালভাবে পরিচর্যা করবেন।সদর উপজেলার ধুলিহর ও ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৫০ জন সদস্যের মাঝে ১ লক্ষ ২০ হাজার টাকা করে মোট ৬০ লক্ষ টাকার প্রকল্প ঋণের চেক বিতরণ করা হয়।
Comments are closed.