January 15, 2025, 8:05 am
পৌরসভার ৬নং ওয়ার্ড। যে ওয়ার্ডে সাতক্ষীরা মেডিকেল কলেজ অবস্থিত। এই ওয়ার্ডে কয়েকশত চিংড়ি ঘের রয়েছে। যে কারণে এ ওয়ার্ডের মানুষ ব্যবসায়ীক কাজসহ নানা কাজে প্রতিনিয়ত শহরে চলাচল করে। কিন্তু এই ওয়ার্ডের রাস্তার বেহাল দশা। যে কারণে নানা সমস্যায় পড়তে হয় এলাকাবাসির।ওয়ার্ডের কুখরালি গ্রামের বাসিন্দা আব্দুস সামাদ জানান, আমতলা মোড় থেকে কুখরালী দক্ষিণপাড়া জামে মসজিদ পর্যন্ত রাস্তাটি গেলো ১৫ বছরেও ঠিক হয়নি। এতে আমাদের এলাকার মানুষের চলাচলে খুব অসুবিধা হয়। রাস্তার মধ্যে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যার ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। অন্য সব ওয়ার্ডে রাস্তার কাজ চলছে কিন্তু আমাদের ৬নং ওয়ার্ডের এই রাস্তাটি ঠিক হয় না।
একই গ্রামের কৃষক আবু বক্কর বলেন, ভোটের সময় সবাই আমাদের খোঁজ নিতে আসে বলে, ‘পাশ করতে পারলে রাস্তা ঠিক করে দেব, পানির লাইন দেব, ভোটের পরে কোন নেতা কে আর পাওয়া যায়না।’ তিনি আরও বলেন, আমরা পৌরসভার বাসিন্দা, ঠিক মত পৌরসভার কর দেই। কিন্তু পৌরসভার সেবা পাইনা। আমাদের ৬নং ওয়ার্ডে কোন পানির লাইন নেই। রোডলাইট নেই। দুই একটা আছে। সেগুলা রাতে ঠিক মত জ্বলেনা। আমাদের এখানে বাইরের কোন লোক আসলে মনে করে এটা একটি ইউনিয়ন। আমাদের চেয়ে এখন ইউনিয়নের লোক অনেক ভালো সেবা পায়।’নাম জানাতে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, ‘আমাদের ওয়ার্ডর কাউন্সিলর ভোটের পরে নিজের বাড়ির রাস্তাটি ঠিক করেছেন। আর তার ইচ্ছা মত, রাস্তা গুলি মান মাত্র পুটিং করেছেন । তিনি তার ঘের আর ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন। আমাদের খোজ খবর নেন না।
এলাকাবাসির দাবি কুখরালী দক্ষিণপাড়া জামে মসজিদ সংলগ্ন রাস্তাটি যেন দ্রুত পিচের রাস্তা করা হয় ১৫ বছরেও ঠিক পৌরসভার বাসিন্দা হয়ে যে সুযোগ সুবিধা পাওয়া উচিত সেগুলো আমরা যেন পাই।
Comments are closed.