সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে (স্বতন্ত্র) মেয়র প্রার্থী নাছিম ফারুক খান মিঠু’র নির্বাচনী পথ সভা
- Update Time :
Sunday, February 7, 2021
-
210 দেখা হয়েছে
নিজস্ব প্রতিনিধি: আগামী ১৪ ফেব্রুয়ারি সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে (স্বতন্ত্র) মেয়র প্রার্থী নাছিম ফারুক খান মিঠু’র নারিকেল গাছ প্রতিকের নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় পৌরসভার ৬নং ওয়ার্ডের কুখরালী এলাকায় নুর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেয়র প্রার্থী নাছিম ফারুক খান মিঠু। এসময় তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি আপনারা সকলেই আমার সাথে রয়েছেন। সাতক্ষীরা পৌরবাসী আমার সাথে রয়েছে। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ইনশাআল্লাহ আমি বিজয়ী হবো। আমি মেয়র হিসেবে নির্বাচিত হলে শহরের প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসনসহ সকল সমস্যা সমাধানে সম্মিলিতভাবে কাজ করবো এবং পৌরবাসীর সামগ্রীক উন্নয়ন নিশ্চিত করতে না পারলে আর কখনো ভোট চাইতে আসবো না।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওহেদুজ্জামান আকাশ,নাছির উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, সিরাজুল ইসলাম, ইমামুল ইসলাম শরিফ, রজব আলী, আবু সাঈদ, শাফিন আরমান খান প্রমুখ। এসময় মেয়র প্রার্থী নাছিম ফারুক খান মিঠু’র কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মো. সাইফুল ইসলাম।