December 22, 2024, 5:50 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার

মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৎ বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ জুন) বেলা ১১টার দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের রায়পুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম মোঃ আব্দুল আলিম (৩৬)। সে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার হাসানকাটি (রায়পুর) গ্রামের খোরশেদ আলীর ছেলে।

ভুক্তভোগী ওই কিশোরী জানায়, পারিবারিক কলহের কারণে তার মা প্রায় এক বছর পূর্বে বাবাকে তালাক দেয়। এর পর থেকে সে মায়ের সাথেই থাকতো। বাবাকে তালাকের প্রায় ছয় মাস পরে তার মা হাসানকাটি (রায়পুর) গ্রামের আব্দুল আলিমকে বিয়ে করে। এরপর থেকে তার সৎ বাবা আব্দুল আলিম তার দিকে কু-দৃষ্টিতে তাকাতো ও যখন তখন গায়ে হাত দিত। এছাড়া বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাইরে বেড়াতে নিয়ে যেত।

এরই ধারাবাহিকতায় গত ৩০ মে বিকাল ৪টার দিকে জামাকাপড় কিনে দেওয়ার নাম করে মোটরসাইকেল যোগে আব্দুল আলিম তাকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের নেংগী গ্রামের জনৈক হাফিজুল ইসলামের বসতবাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এঘটনা কাউকে বললে সে আমাকে খুন করার হুমকি দেয়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, নির্যাতিত কিশোরী বাদী হয়ে তার সৎ বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন। এ মামলায় আব্দুল আলিমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া নির্যাতিত কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com